Sylhet Today 24 PRINT

পেরুতে বাস খাদে, ১৬ খনিশ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২১

পেরুর আন্দিজ পর্বতমালা অংশে খনিশ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটি কর্তৃপক্ষ জানিয়েছে ,বাসটি চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত শ্রমিকদের এমএমজি লিমিটেডের লাস বামবাস তামাখনিতে নিয়ে যাচ্ছিল।

শুক্রবার ভোরের দিকে আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় এটি পাশের খাদে পড়ে যায় বলে এমএমজি লিমিটেডের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায় বলে স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তে সব ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে।

পেরুর অন্যতম বৃহত্তম লাস বামবাস খনিটি কোতাবামবাস ও পার্শ্ববর্তী একটি প্রদেশের মাঝে অবস্থিত। দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক দেশ।

এর আগে ২০১৮ সালে রাজধানী লিমার কাছে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচে পাথুরে সৈকতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.