Sylhet Today 24 PRINT

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২১

আফগানিস্তান দখলে নেওয়া তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে। সবাইকে অন্তর্ভুক্ত করেই একটি তত্ত্বাবধায়ক সরকার বানানোর চিন্তা করছে সংগঠনটির নেতারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটির একাধিক নেতা আশ্বাস দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা থাকবেন।

যদিও নতুন এ সরকারের মেয়াদ কতদিনের হতে পারে, সে সম্পর্ক্তি তাৎক্ষণিক কোনো ধারণা পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

জাতিগত বৈচিত্র্যই আফগানিস্তানের রাজনীতি ও দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের কেন্দ্রে অবস্থান করছে। ৪ কোটি জনসংখ্যার দেশটির ৪২ শতাংশ পশতুন, তারাই মুলত দেশটির সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। প্রধানত সুন্নি মুসলিম এই সম্প্রদায়ের লোকজন পশতু ভাষাভাষী। অষ্টাদশ শতক থেকে আফগান রাজনীতিতে তাদের প্রভাব সবচেয়ে বেশি।

তালেবান নেতাদের বরাতে জানা যায়, তাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ‘আমির উল মোমিনীন’ থাকবে। তার নেতৃত্বে পরিচালিত হবে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.