Sylhet Today 24 PRINT

ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হলেন দিলমা রৌসেফ

মধ্য-ডানপন্থি এইসিও নেভেসকে হারালেন বামপন্থি রৌসেফ

নিউজ ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৪

দিলমা রৌসেফের জনপ্রিয়তার মুল কারণ তাঁর গৃহিত সমাজকল্যাণ নীতি। ফলে তিনি খুব সহজেই দেশটির দরিদ্র জনগোষ্ঠীর কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন। অপরদিকে ধনিক শ্রেণির মানুষেরা দূর্বল এইসিও নেভেসের প্রতি। পুনির্বাচিত রৌসেফ দেশটির চার বছর ধরে চলা নিম্ন প্রবৃদ্ধিকে আবার চাঙ্গা করতে পেরেছিলেন। সূত্র বিবিসি।

 



গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে মধ্য-ডানপন্থি এইসিও নেভেসকে হারিয়ে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন তিনি। দিলমা রৌসেফ গত এক যুগ ধরে ক্ষমতায় থাকা বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্ব করছেন।


 



 

বিবিসি জানিয়েছে, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে বামপন্থি দিলমা রৌসেফ ৫১ শতাংশেরও বেশি ভোট পান। প্রতিদ্বন্দ্বী এইসিও নেভেস পান ৪৮ শতাংশ ভোট।

 

 



দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এক ভাষণে রৌসেফ আরো ভালো প্রেসিডেন্ট হওয়ার এবং রাজনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ব্রাজিলের উন্নত ভবিষ্যতের স্বার্থে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 




এর আগে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তিন প্রধান প্রতিদ্বন্দ্বীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হতে হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইসিও নেভেসের।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.