Sylhet Today 24 PRINT

হারিকেন আইডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রের লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২১

শক্তিশালী হারিকেন আইডা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। এতে দেশটির লুইজিয়ানা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। নিউ অরলিন্স শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে আছে বলে জানিয়েছে বিবিসি।

এক প্রতিবেদনে বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ওই শহরে এখন শুধু জেনারেটর চলছে। আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এরইমধ্যে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। যারা এখনও যাননি তাদেরকেও নিরাপদে আশ্রয় নিতে বলেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১ হাজার ৮০০ মানুষ মারা গিয়েছিল। এরপরই এই নিউ অরলিন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়।

হারিকেন আইডার মাধ্যমে সেই ব্যবস্থার একটা পরীক্ষা হয়ে যাবে। আইডা নিয়ে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই হারিকেন প্রাণঘাতী হতে পারে। একইসঙ্গে উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা ব্যক্ত করেন তিনি। বর্তমানে লুইজিয়ানা প্রদেসে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন। বাইডেন বলেন, বিদ্যুৎ পুনর্বহাল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

এর আগে মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে আঘাত হানে আইডা। রোববার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত করে। এই ক্যাটাগরির ঝড় ভবন, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানে। তবে এখন আইডা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে যায়। ফলে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।

বিবিসি জানিয়েছে, নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে। সেখানে চারিদিকে অন্ধকার। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তুপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে ঘাটে। কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকাও ভয়াবহ বিপদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.