Sylhet Today 24 PRINT

আসামের ১৫ জেলার পানিবন্দি সোয়া ২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় এরইমধ্যে রাজ্যের ১৫ জেলার সোয়া দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

রাজ্যের বাকসা, বারপেতা, বিশ্বনাথ, বনগাঁও, চিরাং, ধিমাজি, দিবরুগড়, গোলাঘাট, জোরহাট, লক্ষ্মীপুর, মাজুলি, মরিগাঁও, সিভাসাগর, সোনিতপুর এবং তিনসুকিয়া জেলার অন্তত ৫১২টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্রহ্মপুত্রের পানি বেড়েই চলছে। উজানে অরুণাচল রাজ্য থেকে আসা বৃষ্টির পানিতে ব্রহ্মপুত্র ফুলে ফেঁপে উঠছে।

এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলার মানুষ। জেলায় ৯১ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মাজুলিতে পানিবন্দি আছেন ৪৭ হাজারের বেশি মানুষ, ধিমাজিতে এ সংখ্যা ৩১ হাজারের বেশি।

এরইমধ্যে, ৬২ আশ্রয়কেন্দ্রে বন্যা উপদ্রুত এলাকার প্রায় সাত হাজার মানুষ অবস্থান নিয়েছেন।

এছাড়াও, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু। বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে জমির ফসল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিভিন্ন এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.