Sylhet Today 24 PRINT

ভারতের মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

ভারতের উত্তর প্রদেশের মথুরায় মদ ও মাংস বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (০৩ আগস্ট) আদিত্যনাথ লক্ষ্ণৌতে এক অনুষ্ঠানে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মথুরার যারা মদ ও মাংসের ব্যবসায় জড়িত, তারা সেখানকার গৌরব পুনরুজ্জীবিত করতে দুধ বিক্রি শুরু করতে পারেন বলে পরামর্শ দেন আদিত্যনাথ। বিপুল পরিমাণে প্রাণীজ দুধ উৎপাদনের জন্য মথুরার একসময় পরিচিতি ছিল। এখন সেই গৌরব পুনরুজ্জীবিত করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

আদিত্যনাথ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের স্থানগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। এখন তা পুনরুজ্জীবিত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.