Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য: পুতিন

সিলেটটুডে ডেস্ক: |  ০২ সেপ্টেম্বর, ২০২১

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন বাহিনী উপস্থিত থেকে কিছুই অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কেবলমাত্র ট্র্যাজেডি এবং ক্ষতিতেই তাদের আফগান অভিযান শেষ হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পরদিনই তিনি এসব কথা বললেন।

খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক এক সেমিনারে রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো তাদের মূল্যবোধ অ-পশ্চিমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। মার্কিন সেনারা গত ২০ বছর ধরে আফগানিস্তানে ‘তাদের মূল্যবোধ’ আরোপের নিরর্থক চর্চা করেছে।

এর ফল কেবল এক ধরনের ট্র্যাজেডি এবং যারা এসব করেছে তাদের জীবন হারানো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য; তারচেয়েও বেশি আফগান ভূখণ্ডে বসবাসকারীদের জন্য বেশি ক্ষতি হয়েছে। যার ফল শূন্য, যোগ করেন তিনি।

এর আগে গত সপ্তাহে পুতিন বলেছিলেন, আফগানিস্তানে হস্তক্ষেপ করবে না রাশিয়া। কারণ, তারা দেশটির সোভিয়েত দখল থেকে শিক্ষা নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.