Sylhet Today 24 PRINT

কারাগারে আগুন, ইন্দোনেশিয়ায় ৪১ বন্দির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২১

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠের একটি কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন বন্দি মারা গেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার ভোরে টেঙারাং জেলে এ ঘটনা ঘটে, তখন বেশির ভাগ কয়েদি ঘুমিয়ে ছিলেন।

কারাগারে সি ব্লক আগুনে আক্রান্ত হয়। এই ব্লকে ১২২টি কয়েদির বসবাস। সব মিলিয়ে ২ হাজারের বেশি বন্দি থাকলেও এ কারাগারের ধারণক্ষমতা ৬০০ জন। অগ্নিকাণ্ডে বিপর্যস্ত এ ব্লকে মাদক সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের রাখা হয়।

স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক কম্পাস টিভির ফুটেজে একটি উঁচু ভবনের ওপর থেকে দমকল কর্মীদের বিশাল আগুনের শিখা নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

এই সম্প্রচারমাধ্যমটি ৪১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টেলিভিশনকে বলেছেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে পুলিশি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে মেট্রো টেলিভিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.