Sylhet Today 24 PRINT

আগুন নিয়ে খেলবেন না: রাশিয়াকে এরদোগান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আগুন নিয়ে খেলবেন না।” দু দেশের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

গত মঙ্গলবার সিরিয়ার আকাশসীমায় তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরম উঠেছে। এ নিয়ে দু দেশ পাল্টাপাল্টি অভিযোগ করছে।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র এক সমাবেশে এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেন। এছাড়া, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার জন্যও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার এই নীতিই প্রমাণ করছে তারা  ‘আগুন নিয়ে খেলছে’।  

এরদোগান বলেন, “আমরা আন্তরিকভাবে পরামর্শ দিচ্ছি রাশিয়া যেন আগুন নিয়ে না খেলে।” এর পাশাপাশি তিনি বলেন, মস্কোর সঙ্গে আংকারার সম্পর্ক একটুও খারাপ হোক তিনি তা চান না। প্যারিস জলবায়ু সম্মেলনের অবকাশে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করতে পারেন বলেও জানান।

-বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.