Sylhet Today 24 PRINT

বোমারু বিমান ভূপাতিত করায় রাশিয়ার কাছে এবার দুঃখ প্রকাশ এরদোগানের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবার রাশিয়ান যুদ্ধ বিমান ঘটনায় দুঃখপ্রকাশ করলেন। এবং ভবিষ্যৎ-এ এমনটি আর হবে না বলেও আশা প্রকাশ করেছেন। একদিন আগেই রাশিয়ার সাথে বাদানুবাদের এক পর্যায়ে এরদোগান রাশিয়াকে হুশিয়ারি দিয়ে বলেছিলেন- "আগুন নিয়ে খেলবেন না"।

শনিবার তুরস্কের প্রেসিডেন্ট বিবৃতিতে আরও বলেন - "গত মঙ্গলবারের ঘটনাটি একেবারের  আকাঙ্ক্ষিত এবং এটা আর ঘটবে না"।

হঠাৎ করেই তাঁর এই ইউটার্ন বিশ্ব রাজনীতির নতুন মোড় বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে খবরে বের হয় বিমান ভূপাতিত করার ঘটনার জেরে রাশিয়া তুরস্কে পারমানবিক হামলা চালাতে পারে। এই খবরের আলোচনায় থাকতে থাকতেই দুঃখপ্রকাশ করলেন তুরকিশ প্রেসিডেন্ট।


সূত্র-বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.