Sylhet Today 24 PRINT

সৌদিতে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি আহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আছেন তিন বাংলাদেশি।

স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে এবং শনিবার ভোরের দিকে দুবার ড্রোন হামলা হয় বিমানবন্দরটিতে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এটি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম হামলায় সবাই আহত হন। আহতের মধ্যে ছয়জন সৌদি নাগরিক, তিন জন বাংলাদেশি এবং একজন সুদানের নাগরিক।

হামলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।

এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে এই হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.