Sylhet Today 24 PRINT

অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২১

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ।

তারা হলেন কানাডার ডেভিড কার্ড, আমেরিকান-ডাচ গুইডো ইমবেনস ও ইসরায়েলি আমেরিকান ইয়োশুয়া ডি. অ্যাংগ্রিস্ট।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ইমবেনস ও অ্যাংগ্রিস্টের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন ডেভিড কার্ড।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘এ বছরের বিজয়ীদের কাজ সামাজিক বিজ্ঞানে পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব এনেছে এবং সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে গবেষকদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে।’

অ্যাংগ্রিস্ট ও ইমবেনসের কাজ প্রমাণ করেছে, প্রাকৃতিক পরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়া যেতে পারে। গবেষকদের মধ্যে যারা পর্যবেক্ষণমূলক তথ্য নিয়ে কাজ করেন, তাদের কাছে এ দুই অর্থনীতিবিদের তৈরি কাঠামো ব্যাপকভাবে গৃহীত।

ডেভিড কার্ড পুরস্কার পেয়েছেন শ্রম অর্থনীতিতে অবদানের জন্য। তার প্রাকৃতিক পরীক্ষা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায়, শ্রমবাজারের ওপর ন্যূনতম মজুরি, অভিবাসন ও শিক্ষার প্রভাব কতটুকু।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘এ বছরের অর্থনৈতিক বিজ্ঞানে নোবেলজয়ীরা শ্রমবাজার সম্পর্কে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়া যায়, তা দেখিয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গি অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.