Sylhet Today 24 PRINT

বেলজিয়ামে মুসলমানদের হত্যা করা হবে : খ্রিষ্টান স্টেটের হুমকি

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

খ্রিষ্টান স্টেট নামে একটি জঙ্গি সংগঠন বেলজিয়ামে মুসলমানদের হত্যার হুমকি দিয়েছে।

বেলজিয়ামের প্রধান মসজিদ আত্তাদামুনে খ্রিষ্টান স্টেট নামে এই সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে খ্রিষ্টান স্টেট বেলজিয়ামের সব মুসলিমকে হত্যা এবং তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করার হুমকি দেওয়া হয়।

বেনামি চিঠিটিতে লেখা হয়েছে, কোনো মসজিদ এবং তোমাদের কোনো ব্যবসা-বাণিজ্যই নিরাপদ থাকবে না। মুসলিমদেরকে হত্যা করে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের লাগোয়া মোলেনবেক নামের ওই এলাকাতে আরো দুটি মসজিদকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, আত্তাদামুনে মসজিদটিতে প্যারিস হামলাকারীদের যাতায়াত ছিল। ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিলেন।

গত সপ্তাহে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেন, তার সরকার মোলেনবেকের কয়েকটি মসজিদ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। ধারণা করা হচ্ছিল প্যারিস হামলার পরিকল্পনা মোলেনবেকে বসেই করা হয়েছিল।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসও গত সপ্তাহে প্রায় চার দিনের জন্য অচল হয়ে পড়েছিল। কারণ ব্রাসেলসেও প্যারিসের স্টাইলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.