Sylhet Today 24 PRINT

রুশ বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪৪

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের এক শহরে রোববার রুশ বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। নিহতের অধিকাংশই বেসামরিক মানুষ বলে অভিযোগ ওঠেছে।

রোববার ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত আরিহা শহরের জনাকীর্ণ মার্কেটসহ বেশ কিছু এলাকায় ওই বিমান হামলা চালান হয়েছে। ওই শহরটি আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের দখলে রয়েছে।

ধারণা করা হচ্ছে রাশিয়ার যুদ্ধবিমান থেকেই ওই হামলা চালান হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

স্থানীয় নিউজ চ্যানেল আরিহা আল ইয়ুম বলছে, হামলার সময় একটি রুশ যুদ্ধবিমান থেকে ক্লস্টার বোমা ফেলা হয়েছিল। বিদ্রোহীদের টিভি চ্যানেল অরিয়েন্ট বলছে, হামলায় ৪০ জন নিহত হয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের পরিচালক রামি আবদুলরাহমান জানিয়েছেন, রোববারের ওই হামলায় কমপক্ষে ৬০ জন হতাহত হয়েছে।

হামলার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত মে মাসে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর শহরটির দখলে নেয় বিদ্রোহী জোট ‘দা আর্মি কনকুয়িস্ট এলায়েন্স’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.