Sylhet Today 24 PRINT

এবার যুদ্ধাপরাধের অভিযোগকেই ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি পাকিস্তানের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে আবারও চরম ঔদ্ধত্য দেখাল পাকিস্তান। এবার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করল বিশ্বে সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত দেশটি।

দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর পাকিস্তানের নিন্দার প্রতিবাদে বাংলাদেশের দেয়া চিঠিও প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার এবং সোমবার ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই-কমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মৌসুমী রহমানকে ডেকে পাঠায়। তাকে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশে 'যুদ্ধাপরাধ বা নৃশংসতার' কোন ঘটনা ঘটেনি কিংবা এ ধরনের ঘটনার জন্য পাকিস্তানের কোন 'দায়' ছিল না।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান জানায়, ‘পাকিস্তান সরকার যুদ্ধাপরাধ নিয়ে বাংলাদেশ সরকারের এই ভিত্তিহীন এবং অযৌক্তিক কর্মকাণ্ডকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। যুদ্ধাপরাধের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

অতি সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে আলী আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করায় কয়েকদিন আগে পাকিস্তান তীব্র আপত্তি জানায় এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শিরেন মোজারি এমনকি বাংলাদেশে অবস্থিত পাকিস্তানী অ্যাম্বাসেডরকে প্রতিবাদস্বরূপ পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বাংলাদেশ যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের তরফ থেকে ক্ষোভ এবং নিন্দা জানানো হয়। তারা একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে।

পাকিস্তান বলেছে, ‘বাংলাদেশ যে বিভিন্ন অছিলায় পাকিস্তানকে দোষারোপ এবং অপমান করছে সেটা পরিতাপজনক কারণ আমরা বরাবরই চেয়েছি একটা ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক বজায় রাখার। পাকিস্তান সবসময় মনে করে দুই দেশের মানুষই এ ধরনের একটা শক্তিশালী বন্ধুত্বের সম্পর্ক চায় কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকারের সেটা নিয়ে কোনো শ্রদ্ধাবোধ নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.