Sylhet Today 24 PRINT

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পিতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ১৭ নভেম্বর, ২০২১

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসনের বিরুদ্ধে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির এক নারী এমপি এবং অন্য আরেকজন নারী সাংবাদিককে ‘অস্বস্তিকরভাবে’ স্পর্শ করার অভিযোগ উঠেছে।

ক্যারোলিন নোকস নামে ওই নারী এমপি বলেন, ২০০৩ সালে টরি এমপিদের কনফারেন্সের সময় স্ট্যানলি জনসন তার শরীরের পিছনের অংশে বেশ জোরে চাপ দেন।

একই অভিযোগ করেছেন অন্য এক নারী সাংবাদিক, যিনি একজন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ করছেন। নিউ স্টেটসম্যান ম্যাগাজিনে কাজ করা আইলভে রিয়া নামের ওই নারী সাংবাদিক জানান, ২০১৯ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলনে মি. জনসন তার শরীরের বিভিন্ন অংশের ওপর হাতছানি দেওয়ার চেষ্টা করেন।

এই অভিযোগের ব্যাপারে স্ট্যানলি জনসন বলেন, এমপি নোকসের সাথে এ ধরনের কোনো ঘটনা তার মনে নেই।

মিস নোকস ২০১০ সাল থেকে ব্রিটেনের রমসি এবং সাউদাম্পটন নর্থের এমপি হিসেবে দায়িত্বে আছেন। ২০০৩ সালের ব্ল্যাকপোলে অনুষ্ঠিত কনজারভেটিভ পার্টির সম্মেলনে তিনি একজন প্রার্থী ছিলেন।

তিনি বলেন, ওই দিন আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ হিসেবে যাকে জানতাম সেই স্ট্যানলি জনসন আমাদের শরীরের পিছনের অংশে খুব জোরে চাপ দেয় এবং বলে “ওহ! রমসি, তুমি একজন সুন্দর এমপি পেতে যাচ্ছো।”

এই অভিযোগ প্রকাশ হওয়ার পরে নারী সাংবাদিক রিয়াও একই অভিযোগ করেন।

তিনি বলেন, নোকসকে ধন্যবাদ যে সে এ ধরনের একটি বিষয় সামনে এনেছে। আমিও স্ট্যানলি জনসনের দ্বারা হয়রানির শিকার হয়েছিলাম। উল্লেখ্য বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন নিজেও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.