Sylhet Today 24 PRINT

তাজমহল হিন্দু মন্দির ছিল এমন প্রমাণ নেই: ভারতের সংস্কৃতিমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৫

তাজমহল একটি হিন্দু মন্দির, এবং এই বক্তব্যের সমর্থনে যথেষ্ট প্রমাণাদি হাতে রয়েছে দাবি করেছিলেন ভারতের একদল আইনজীবী। তাদের সেই বক্তব্যকে খণ্ডন করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, এমন কোন প্রমাণ তারা খুঁজে পাননি। ঐ দাবি অমূলক।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর আগ্রার কয়েকজন আইনজীবী আদালতে দায়ের করা এক পিটিশনে দাবী করেন, তাজমহল আসলে হিন্দু দেবতা শিবের জন্য নির্মিত এক মন্দির।

সেজন্য আদালতের কাছে তাজমহলকে হিন্দুদের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছিলেন ঐ আইনজীবীরা।

মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তাজমহল নির্মাণ করেছিলেন। সম্রাটের তৃতীয় ও সবচে প্রিয় স্ত্রী মমতাজ ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।

১৬৫৩ সালে এটির নির্মাণ শেষ হয়। প্রতিদিন ১২ হাজার মানুষ এই অপরূপ স্থাপত্য নিদর্শন দেখতে আসেন।

এই স্থাপনাকে মুঘল শিল্পকলার সবচেয়ে সমৃদ্ধ নিদর্শন বলে বিবেচনা করা হয়।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করা হয়। প্রতিবছর লাখ লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন।

তাজমহলকে হিন্দু মন্দির ঘোষণা এবং সেখানে হিন্দুদের পুজো করার অনুমতি দিতে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে আগ্রা আদালতে একটি মামলা করা হয়েছে।

চলতি বছরের মার্চে আগ্রা আদালতে তাজমহলকে ‘শিব মন্দির’ ঘোষণা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর চেয়ে হিন্দুত্ববাদী ছয়জন আইনজীবী মামলা করেন।

তাদের ভাষ্য, আগ্রায় মহাদেব শিব বাস করতেন। সুতরাং এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ নয়, তাদের কাছে দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.