Sylhet Today 24 PRINT

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফের প্রকাশিত হচ্ছে হিটলারের \'মাইন ক্যাম্পফ\'

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৫

জার্মান একনায়ক এডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো ‘মাইন ক্যাম্পফ’ আবারও প্রকাশ হতে যাচ্ছে। ১৯২৫ সালে প্রথম এটি প্রকাশিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে। তবে এই পদক্ষেপের সমালোচনা করছে ইহুদি গোষ্ঠীগুলো। তাদের দাবি, নাৎসি কোন কিছুই আর প্রকাশ করা উচিত নয়।

জার্মান ভাষার 'মাইন ক্যাম্পফ'  অর্থ ‘আমার সংগ্রাম’। হিটলার তার রাজনৈতিক মতাদর্শ হিসাবে বইটি লিখেছিলেন। সামনের মাসে প্রকাশিতব্য ওই পুস্তিকায় বিশেষজ্ঞদের মতামতও যোগ হবে। মিউনিখের দি ইন্সটিটিউট অফ কনটেম্পোরারি হিস্টোরি জানিয়েছে, প্রথমে চার হাজার বই ছাপানোর পরিকল্পনা করছেন। বইটিতে সাড়ে ৩ হাজারের বেশি গবেষকদের নোট থাকবে।

১৯২৫ সালে 'মাইন ক্যাম্পফ' প্রকাশের আট বছর পরই  ক্ষমতায় আসেন হিটলার। পরবর্তীতে যিনি গণহত্যা চালিয়ে ঘৃণিত ব্যক্তির আখ্যা পান।

বিশ্বযুদ্ধ শেষ হবার পর স্টেট অব ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির সত্ত্ব দিয়ে দেয় মিত্র বাহিনী। এর পর থেকেই তারা বইটির প্রকাশনা নাকচ করে আসছে। জার্মান আইন অনুযায়ী, ৭০ বছর পর বইয়ের মালিকানা সত্ত্ব থাকে না।


বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.