Sylhet Today 24 PRINT

ইতালির দ্বীপে গ্যাস বিস্ফোরণের পর ভবন ধস, নিখোঁজ ১২

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২১

ইতালির সিসিলি দ্বীপে গ্যাস বিস্ফোরণে একটি চারতলা ভবন ধসে তিনটি শিশুসহ ১২ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে দ্বীপটির রাভানুজা শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটে।

ইতালির দমকল বিভাগ নিজেদের দাপ্তরিক টুইটার একাউন্টে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএনএসএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক গ্যাসলাইনের একটি পাইপ বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ খোঁড়া শুরু করে। নিখোঁজ লোকজনের মধ্যে এক তরুণ দম্পতিও আছেন, তারা প্রথম সন্তান আগমণের অপেক্ষায় ছিলেন।

এএনএসএ জানিয়েছে, বিস্ফোরণে পাশের দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ ও দুইজন নারীকে উদ্ধার করেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.