Sylhet Today 24 PRINT

তাবলিগ জামাত নিষিদ্ধ করলো সৌদি আরব

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০২১

সন্ত্রাসবাদের দরজা’ ও ‘সমাজের জন্য ক্ষতিকর’ আখ্যা দিয়ে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তাবলিগ জামাত নিয়ে সতর্ক করতে শুক্রবারের খুতবায় সময় বরাদ্দ রাখতে বলেছেন।

মন্ত্রী ড. আব্দুল লাতিফ আল শেখ সৌদি আরবে তাবলিগি এবং দাওয়া প্রচারকারী গোষ্ঠীকে যে নিষিদ্ধ করা হয়েছে তা জানাতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।

তিনি সংগঠনটিকে সন্ত্রাসবাদের দরজা হিসেবে আখ্যায়িত করেন। যদিও তাবলিগিরা নিজেদের ভিন্ন কিছু মনে করেন।

তাবলিগ জামাত হলো সুন্নি মতাবলম্বীদের ইসলাম ধর্মভিত্তিক সংগঠন ও ধর্মপ্রচার আন্দোলন। তারা দাবি করে থাকে, তাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, যা মুসলিমদের ও নিজ সদস্যদের সেভাবে ধর্মচর্চায় ফিরিয়ে আনতে কাজ করে, যেভাবে নবী মুহম্মদের জীবদ্দশায় তা চর্চা করা হতো। বিশেষত আনুষ্ঠানিকতা, পোশাক ও ব্যক্তিগত আচরণের বিষয়গুলোতে।

অধিকাংশ মুসলিম দেশে তাদের দাওয়াহ কার্যক্রমের পদ্ধতি বেশ জনপ্রিয়। তারা মুসলিমদের মধ্যে তার মতাদর্শের ইসলাম অনুসরণের দাওয়াত দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.