Sylhet Today 24 PRINT

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। দেশটির স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) বিকেল আঘাত হানা ভূমিকম্পটিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানায়।

ইউএসজিএস জানায়, সোমবার দুপুরে সান ফ্রান্সিসকো থেকে ২১০ মাইল উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো। এটির কেন্দ্র স্থল হামবোল্ট কাউন্টির খুবি কাছে ছিলো। ভূমিকম্পের পর সেখানে অন্তত ৪০টি ভূকম্পণ অনুভূত হয়েছে। তবে জনবসতি কম থাকায় হামবোল্ট কাউন্টি থেকে মানুষজন সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি।

হামবোল্ট কাউন্টি শেরিফ উইলিয়াম হনসাল বলেন, ‘প্রথম দিকে ভূকম্পণের মাত্রা কম থাকলেও পরে তা অনেক বেড়ে যায়।’ ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে এটি নিশ্চিত যে ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

১৯৯৩ সালে এ অঞ্চলটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মারা যান মাত্র একজন ব্যক্তি। সূত্র: সিএনএন/ ইউএসএ টুডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.