Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০২২

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ভূমিকম্প আঘাত হানে। খবর আলজাজিরা ও এনডিটিভির।

দেশটির পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মুহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় ভূমিকম্প আঘাত হানার পর বাড়ির ছাদ ধ্বসে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্প ছিল ৫ দশমিক ৩ মাত্রার।

সারওয়ারি আরও বলেন, নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশুও রয়েছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রদেশের মুকর জেলার বাসিন্দারাও। তবে সেখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

দেশটিতে খরার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম কাদিস জেলা। গত ২০ বছরে এ অঞ্চলের মানুষ খুব বেশি আন্তর্জাতিক সহায়তাও পায়নি। এ ছাড়া দেশটিতে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বত রেঞ্জ এলাকায়। এ অঞ্চল ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

দরিদ্র আফগানিস্তানে দুর্বলভাবে নির্মিত বাড়ি এবং ভবনগুলোর উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে ভূমিকম্প।

এর আগে ২০১৫ সালে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে ২৮০ জনের মতো নিহত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.