Sylhet Today 24 PRINT

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ২৫ জানুয়ারী, ২০২২

ইতালির উপকূলে ভূমধ্যসাগরে নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশী সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইতালির আগ্রিগ্যান্টো অঞ্চলের প্রসিকিউটর লুইজি প্যাট্রোনাজিয়ো এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির ল্যাম্পাডুসা দ্বীপের উপকূলে ঠান্ডাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

একটি নৌযানে করে লিবিয়া থেকে ইউরোপের দেশ ইতালির পথে সাগর পাড়ি দিচ্ছিলেন তারা। বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরের জনমানবশূন্য দ্বীপ ল্যাম্পিয়নে আশ্রয় নিতে চেয়েছিল অভিবাসনপ্রত্যাশী দলটি। উপকূল থেকে ২৮ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তীব্র ঠান্ডায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ উদ্ধার করেন। আহতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ল্যাম্পাডুসার মেয়র স্যালভাটর মারটেল্লো বলেন, ‘নৌযানটিতে অন্তত ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের অধিকাংশের উৎস দেশ বাংলাদেশ ও মিসর।’

প্রসিকিউটর জানিয়েছেন, অবৈধ মানবপাচার ও হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত শুরু করেছে তার কার্যালয়।

ইউরোপে ঢুকার পথ হিসেবে ইতালিকে ব্যবহার করে সাম্প্রতিক মাসগুলোতে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.