Sylhet Today 24 PRINT

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা

আর্ন্তজাতিক ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৫

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ শেষে দেখা যাচ্ছে, কট্টর ডানপন্থী এবং ন্যাশনাল ফ্রন্ট বা এফএন ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতেই এগিয়ে রয়েছে।

রোববারের নির্বাচনের পর বুথ ফেরত জরিপ বলছে, এফএন ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি, ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

মিস্টার সারকোজির রিপাবলিকান দল পেয়েছে ২৭ শতাংশের বেশি ।

আর বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশের বেশি ভোট ।

দেশটির রাজধানী প্যারিসে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার ঘটনার তিন সপ্তাহ পরই এই নির্বাচন অনুষ্ঠিত হল।

ন্যাশনাল ফ্রন্ট বা এফএন, অভিবাসনের সাথে সন্ত্রাসবাদে যোগসূত্র রয়েছে বলে মনে করে ।

কট্টর ডানপন্থী এই দলের নেতা মারিন লু পেন আঞ্চলিক নির্বাচনে বড় সাফল্য পেলে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাবনা বাড়বে।

“মারিন লু পেন বলেন, এটা সম্পূর্ণ ঐতিহাসিক একটি ফলাফল। অনন্য সাধারণ এবং বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অপ্রত্যাশিত।

এর মধ্য দিয়ে পুরনো প্রথার চির অবসান ঘটলো এবং ডান ও বামপন্থী প্রতিনিধিদেরও মৃত্যু হল”।

তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কেননা আগামী ১৩ই ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট গ্রহণ চলবে।

ফলাফল আসতে শুরু করার পর ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল ফিরতি ভোটে অন্তত দুটো অঞ্চল থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

এদিকে মিস্টার সারকোজি সমাজতন্ত্রী দলের সাথে কোনও ধরনের জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

খবর: বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.