Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে: দিমিত্রি পেসকভ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ মার্চ, ২০২২

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত নিষেধাজ্ঞার প্রসঙ্গে বুধবার পেসকভ এ কথা বলেন। খবর তাসের।

পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা এ যুদ্ধ চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অব্যাহতভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশকেও তার সঙ্গে সম্পৃক্ত করছে।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অন্যতম জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়া। কিন্তু মঙ্গলবার যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই পদক্ষেপের মানে হলো ‘পুতিনের নেতৃত্বকে আমেরিকার জনগণ আরও একটি বড় ধাক্কা দেবে’। আমরা পুতিনের যুদ্ধের ভর্তুকির অংশ হবো না।

এদিকে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) একটি রূপরেখার পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরেই রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই তৃতীয়াংশ কমাবে। আর ২০৩০ সালের আগে আমাদানি বন্ধ করবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.