Sylhet Today 24 PRINT

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ মার্চ, ২০২২

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল। রক্ষণশীল সাবেক এই শীর্ষ প্রসিকিউটর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার প্রধান উদারপন্থী প্রতিপক্ষ লি জে-মিয়ুংকে পরাজিত করেন।

এখন পর্যন্ত ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ইয়ুন সুক ইওল ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী লি জে-মিয়ুং পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।

এদিকে, নির্বাচনে জয়কে জনগণের মহান বিজয় বলে অভিহিত করেছেন ইয়ুন সুক ইওল।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের সংবিধান ও পার্লামেন্টের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

ইয়ুন সুক ইওল আরও বলেন, প্রতিযোগিতা আপাতত শেষ। এখন হাতে হাত মিলিয়ে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বর্তমান শাসক দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ুং নির্বাচনের আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করেছিলেন। একইসঙ্গে বেইজিং এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারও করেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.