Sylhet Today 24 PRINT

রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেবে না ইইউ

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০২২

রাশিয়ার গ্যাস বা তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন চলছে। এর মধ্যেই ভিডিও বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি একটি অনুকূল উপায়ে নিষ্পত্তি করা হয়েছে। গ্যাস বা তেলের ওপর প্রযোজ্য নিষেধাজ্ঞা থাকবে না। তাই নিকট ভবিষ্যতে হাঙ্গেরির শক্তি সরবরাহ নিরাপদ।’

বিশ্বের মোট ৪৮টি দেশে রাশিয়া অপোরিশোধিত তেল সরবরাহ করে থাকে। ২০১৯ সালের হিসেবে, রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অপোরিশোধিত তেল সরবরাহকারী দেশ। শীর্ষে সৌদি আরব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.