Sylhet Today 24 PRINT

রাশিয়ার হামলায় ৭ বেসামরিক নাগরিকের নিহতের দাবি ইউক্রেনের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০২২

কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

দেশটির গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যুদ্ধের মধ্যে কিয়েভের কাছে পেরেমোহা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টার সময় তারা রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়।

এ ঘটনা নিয়ে রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার সব অভিযোগই তারা অস্বীকার করে এসেছে। রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ব্যর্থতার জন্য উল্টো ইউক্রেন সরকারকেই তারা দায়ী করে আসছে।

এদিকে ফ্রান্স বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি স্থাপনের জন্য প্রস্তুত নন, সেটাই তিনি দেখাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে ‘নিস্ক্রিয় করার’ পর মস্কো নতুন করে সৈন্য পাঠাচ্ছে। তার ভাষায়, গত কয়েক দশকের মধ্যে রুশ বাহিনীকে এত বেশি ক্ষতির মুখে আর পড়তে হয়নি।

যুদ্ধের এই ১৭ দিনে ১৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের ভাষ্য। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুশ বাহিনী কিয়েভে ঢুকতে চাইল তাদের মরণপণ লড়াইয়ের মুখে পড়তে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.