Sylhet Today 24 PRINT

আলোচনায় রাশিয়ার ‘আন্তারিকতা’ চান জেলেনস্কি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এর জন্য রাশিয়ার কয়েক প্রজন্মকে ‍ভুগতে হবে। পাশাপাশি ভ্লাদিমির পুতিনকে ‘আন্তারিকভাবে আলোচনা’র আহ্বান জানান।

জনগণকে উদ্দেশ করে শনিবার ভোরে জেলেনস্কি আরেকটি ভিডিও প্রকাশ করেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

সেখানে মস্কোকে আলোচনায় বসার এই আহ্বান জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে দেশ দুটির প্রতিনিধিদল একাধিকবার আলোচনায় বসলেও কোনো অগ্রগতি আসেনি। রাশিয়াও থামায়নি আক্রমণ।

জেলেনস্কি বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। আলোচনার সময় এসেছে, কথা বলার সময় এসেছে।’

‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায় রাশিয়ার এমন ক্ষতি হবে যে, এটি পুনরুদ্ধার করতে আপনাকে কয়েক প্রজন্ম লেগে যাবে।’

আক্রমণের শিকার শহরগুলোতে রাশিয়া মানবিক সরবরাহে বাধা দিচ্ছে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘এটি ইচ্ছাকৃত কৌশল ... এটি যুদ্ধাপরাধ এবং এর জন্য তাদের শতভাগ জবাব দিতে হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি পশ্চিমাদের আপত্তি ও নিষেধাজ্ঞার মুখে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তিন সপ্তাহ ধরে চলা এই অভিযানে ইউক্রেনের বড় বড় কয়েকটি শহরের নিয়ন্ত্রণ চলে গেছে রুশ সেনাদের হাতে। তারা ঘিরে রেখেছে দেশটির রাজধানী কিয়েভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.