Sylhet Today 24 PRINT

বাইডেনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের দুই মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন। পোল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবিসির জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার এক মাস পর প্রথমবারের মতো দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে।

এরআগে হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকে জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভও উপস্থিত থাকবেন।

শুক্রবার থেকে জো বাইডেন পোল্যান্ডে অবস্থান করছেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গেও তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে শনিবার জো বাইডেনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে, যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেনের দুই মন্ত্রীর বিদেশ সফরকে অনেকে রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ কেমন যাচ্ছে সেই ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ার ইঙ্গিত বলে মনে করছেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.