Sylhet Today 24 PRINT

অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২২

অস্কার মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার জেরে অ্যাকাডেমি হিসেবে পরিচিত অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।

স্থানীয় সময় শুক্রবার স্মিথ পদত্যাগ করেন বলে খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।

পদত্যাগের কারণ হিসেবে এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, ‘আমি অ্যাকাডেমির আস্থা নষ্ট করেছি। অস্কার পুরস্কারের জন্য মনোনীত ও পুরস্কারজয়ীদের তাদের অসাধারণ কাজ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমার মন ভেঙে গেছে।’

ক্রিস রককে থাপ্পড় মারার বিষয়ে উইল স্মিথ বলেন, এটি ছিল বেদনাদায়ক ও অমার্জনীয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গত রোববার রাতে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। স্ত্রী জ্যাডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেছিলেন রক।

টাক সমস্যার কারণে মাথার চুল পড়ে গেছে উইলের স্ত্রীর। এ নিয়ে রকের মজা করার বিষয়টি মেনে নিতে পারেননি অভিনেতা, তবে চড় মারার পর দুঃখ প্রকাশ করেছেন প্রথমবারের মতো অস্কার পাওয়া স্মিথ।

অভিনেতার সেদিনের আচরণের পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়, ‘মিস্টার স্মিথকে অনুষ্ঠানস্থল ছাড়তে বলা হয়েছিল এবং তিনি সেটি প্রত্যাখ্যান করেন, তবে আমরা এও স্বীকার করছি, পরিস্থিতি ভিন্নভাবে সামলাতে পারতাম।’

অ্যাকাডেমির পক্ষ থেকে আরও বলা হয়, সংস্থাটির আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আচরণবিধি লঙ্ঘন বলতে বোঝায় অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, হেনস্তা বা হুমকিমূলক আচরণ।

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠেয় বোর্ড সভায় উইল স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছিল অ্যাকাডেমি। সে ব্যবস্থার মধ্যে রয়েছে সাময়িক বহিষ্কার, সদস্যপদ বাতিল কিংবা অন্য কোনো নিষেধাজ্ঞা, তবে অ্যাকাডেমির সিদ্ধান্তের আগেই স্মিথ তার পদ ছেড়ে দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.