Sylhet Today 24 PRINT

রাশিয়ার ১৯ হাজার সেনা নিহতের দাবি ইউক্রেনের

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২২

যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে জানায়, ইউক্রেন বাহিনী রাশিয়ার প্রায় ৭০০ ট্যাংক, এক হাজার ৮৯১ সাঁজোয়া যান, ১৫০ প্লেন, ১৩৫ হেলিকপ্টার এবং ১১২টি ড্রোন গুড়িয়ে দিয়েছে।

এর আগে গত ২৪ মার্চ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো জানায়, মস্কো ইউক্রেনে ১৫ হাজারের বেশি সেনা হারিয়েছে।

এদিকে রাশিয়াও আজ স্বীকার করেছে তারা ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। তবে ঠিক কতজন সে সম্পর্কে দেশটি বিস্তারিত কিছু জানায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.