Sylhet Today 24 PRINT

পার্লামেন্ট থেকে ‘পদত্যাগের’ সিদ্ধান্ত ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জাতীয় পরিষদের সদস্য পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। খবর জিও টিভির।

ইমরান খানকে উদ্ধৃত করে গোপন একটি সূত্রের বরাত দিয়ে জিও টিভি বলেছে, ‘আমরা কোনো অবস্থাতেই এই সংসদে বসব না। ’ পিটিআই-এর সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইমরান খান বলেছেন, পিটিআই সেইসব লোকদের সাথে সংসদে বসবে না, যারা পাকিস্তানকেই ডাকাতি করেছে এবং যারা ‘বিদেশি শক্তির দ্বারা আমদানি হয়েছে’।

তিনি আরও বলেছেন, যেসব প্রতিষ্ঠান নতুন সরকার দিয়ে দেশ চালাতে চায়, তাদের চাপে রাখতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ... আমরা তাদের ক্ষমতা ধরে রাখতে দেব না।

ইমরান খান আরো বলেছেন যে,রোববার রাতে সারাদেশ পিটিআই-এর শক্তি দেখেছে।

তবে অন্য একটি সূত্রের বরাত দিয়ে জিও টিভি বলেছে, পিটিআই-এর বেশিরভাগ সদস্য পদত্যাগের ব্যাপারে ইমরান খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

এমনকি আজকের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থী দিয়েও নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিটিআই-এর তরফ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.