Sylhet Today 24 PRINT

মার্কিন বোমায় কোষাধ্যক্ষ নিহত হওয়ায় তহবিল নিয়ে বিপাকে আইএস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৫

মার্কিন বোমা হামলায় আইএস এর কোষাধ্যক্ষ  আবু সালেহ নিহত হওয়ায় তহবিল সামলানো নিয়ে বিপাকে পড়েছে উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদী সংগঠনটি। মার্কিন বিমান হামলায় গত মাসেই নিহত হন সালেহ।

কোথায় কত টাকা-পয়সা রয়ছে, কোথায় কত দরকার— এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসেব থাকত আবু সালেহ'র কাছে।  আইএস-এর তহবিল কোথায় জমা থাকে, কীভাবে সেই টাকা খরচ হয়, বিভিন্ন এলাকায় মোতায়েন থাকা বাহিনীর কাছে কীভাবে টাকা পাঠানো হয়, সে সব তথ্যই আবু সালেহ’র কাছে থাকত। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। জঙ্গি সংগঠনের গোপনীয়তার রীতি মেনে, আবু সালেহ তহবিল সম্পর্কে বিস্তারিত তথ্য কাউকে জানতে দিতেন না। সালেহ আচমকা নিহত হয়ে যাওয়ায়, অন্যরা তহবিল ঠিকমতো সামলাতে পারছেন না। কত টাকা রয়েছে, সে টাকা কোথায় কোথায় রাখা রয়েছে— এই তথ্য জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে বাগদাদির নতুন তহবিল ম্যানেজারদের।

তাই তহবিল ম্যানেজার তথা সংগঠনের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গিদের অন্যতম আবু সালেহ’র মৃত্যুতে বেসামাল বাগদাদি।

নানামুখী আক্রমণ সামলাতে এমনিতেই অর্থ সংকটে ভোগা আইএস এখন হিসেব নিকেশের নতুন ফ্যাসাদে পড়ে গেল। এদিকে মার্কিন বাহিনী সালেহ-নিকেশকে বিরাট সাফল্য বলে মনে করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.