Sylhet Today 24 PRINT

সৌদি নির্বাচনে ৪ নারীর জয়লাভ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৫

ইতিহাস রচনা করেছেন সৌদি নারীরা। দেশটিতে শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কমপক্ষে চারটি আসনে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। দেশটিতে এবারই প্রথমবারের মত নির্বাচনে ভোটদান এবং প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেয়েছেন নারীরা ।

শনিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। রোববার ভোট গণনায় দেখা যায়, এ পর্যন্ত চারজন নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তারা ইতারা ইহসা, তাবুক ও মক্কা নগরীরর বিভিন্ন এলাকা থেকে জয় পেয়েছেন।

নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ওসমান আল বার জানিয়েছেন, মক্কা নগরীর মাদরাকাহ এলাকার কাউন্সিলর নির্বাচত হয়েছেন সালমা বিন হিজাব আল ওতেবি। তবে তিনি কত ভোট পেয়েছেন তা জানা যায়নি। বিজয়ী বাকি তিন নারীর নামও জানা যায়নি।

দেশটিতে মোট নারী ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার। আর সে তুলনায় পুরুষ ভোটার ছিল কয়েক গুণ বেশি। তাদের সংখ্যা ছিল সাড়ে ১৩ লাখ। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই মুসলিম দেশটিতে এবারই প্রথম প্রার্থী হওয়ারও সুযোগ পেয়েছেন নারীরা।

সেখানে মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল ৯৭৮ জন এবং তারা পর্দার আড়ালে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে ৫,৯৩৮ জন ছিলেন পুরুষ প্রার্থী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.