Sylhet Today 24 PRINT

ইউক্রেনের স্কুলে রুশ হামলা, অর্ধশতাধিক নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ মে, ২০২২

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা শহরের একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনটিতে আটকে পড়া ৬০ ব্যক্তিও নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই। খবর আলজাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার (৭ মে) রাশিয়ার সামরিক বাহিনী যখন ওই বোমা হামলায় চালায় তখন প্রায় ৯০ জন লোক ওই স্কুলের ভবনে আশ্রয় নিয়েছিল।

সেরহি হাইদাই তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন, ‘সম্ভবত এখন ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা ৬০ জনের সবাই মারা গেছেন।’ উদ্ধার কর্মীরা ৩০ জন ব্যক্তিকে উদ্ধার করে। এর মধ্যে সাতজন গুরুতর আহত হয়েছেন।

তবে আলজাজিরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.