Sylhet Today 24 PRINT

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ মে, ২০২২

ইকুয়েডরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১০ মে) জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, সংঘর্ষের পর থেকে একশ আটজন বন্দি এখনো পলাতক রয়েছেন এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী, সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে একজন সন্ত্রাসীকে স্থানান্তর করার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে।

কারাগার কর্তৃপক্ষের সূত্রমতে, ইকুয়েডরের কারাগারে মোট বন্দির সংখ্যা প্রায় ৩৯ হাজার। অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দীদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়।

সরকারি হিসেবে, গতবছর কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে চক্রগুলোর সংঘর্ষে অন্তত ৩১৬ জন বন্দির মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.