Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে সুপারমার্কেটে গুলিতে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ মে, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ওই হামলার ঘটনা ঘটে।  খবর বিবিসির।

বাফেলো পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যস্ত ওই সুপার মার্কেটে ঢুকে বেশ কয়েক জনকে গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনায় ১৮ বছর বয়সি ওই বন্দুকধারীকে আটক করা হলেও তার নাম জানায়নি পুলিশ।

একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারী একটি রাইফেল নিয়ে সুপারমার্কেটে প্রবেশ করে গুলি চালান।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সুপারমার্কেটে হামলার ঘটনাকে ‘হিংস্র চরমপন্থা’ হিসেবে বর্ণনা করেছে।

এফবিআই’র বাফেলো কার্যালয়ের দায়িত্বে থাকা এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া ঘটনা-পরবর্তী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ ঘটনাকে বিদ্বেষমূলক অপরাধ ও জাতিগত সহিংস চরমপন্থার মামলা হিসেবে তদন্ত করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.