Sylhet Today 24 PRINT

ইউক্রেন জিততে পারে, দাবি ন্যাটোর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২২

জেন্স স্টোলটেনবার্গ

সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জিততে পারে বলে তার বিশ্বাস।

মস্কো মূল পরিকল্পনা থেকে আক্রমণে ঠিক কতটা দূরে সরে গেছে তা উল্লেখ করে এই মন্তব্য করেন স্টোলটেবার্গ।

বার্লিনে অনুষ্ঠিত ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর স্টোলটেনবার্গ বলেন, এই যুদ্ধে ইউক্রেন জিততে পারে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে মস্কোর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চলেনি। দনবাস অঞ্চলে মস্কোর আক্রমণ প্রতিরোধের মুখে পড়েছে এবং খারকিভের চারপাশ থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, রাশিয়া তার কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। ইউক্রেন টিকে আছে। যেকোনো সময়ের চেয়ে ন্যাটো এখন শক্তিশালী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.