Sylhet Today 24 PRINT

৩০ বছর পর ফ্রান্সে নারী প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২২

৩০ বছর পর আবার নারী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নির নাম ঘোষণা করা হয়েছে।

বর্নি বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এলিসি পেলেস।

এলিজাবেথ দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরআগে ১৯৯১ সালের মে থেকে ১৯৯২ সালের এপ্রিল পর‌্যন্ত এডিথ ক্রেসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

৬১ বছর বয়সী বর্নি এর আগে পরিবেশ, পরিবহন এবং শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে মাক্রো দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন। এর এক মাস পরই তিনি সরকার প্রধানের পদে রদবদল আনলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.