Sylhet Today 24 PRINT

এবার রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ মে, ২০২২

রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ দাবি করেছেন ওই অঞ্চালের গভর্নর রোমান স্টারোভয়েট।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রোমান স্টারোভয়েট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

স্টারোভয়েট বলেন, কুরস্কের টাইওতকিনও গ্রামের একটি ইথানল কারখানায় ইউক্রেনের ক্ষেপণাত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইওতকিনও  ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে ১.৫ মাইল (২.৪ কিলোমিটার) দূরে অবস্থিত। কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয়পক্ষই এই মাসে বিরতিহীন কামান হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.