Sylhet Today 24 PRINT

আস্থা ভোটে টিকে গেলেন বরিস জনসন

জুয়েল রাজ, লন্ডন  |  ০৭ জুন, ২০২২

শেষ পর্যন্ত আস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী বরিস জনসন। দলীয় এমপিদের অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ায় যে সংকটের সম্মুখীন হয়েছিলেন তিনি আপাতত তা কেটে গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৬টায় অনুষ্ঠিত গোপন ব্যালটের এই আস্থা ভোটে দলের মোট ২১১ জন এমপি পার্টি লিডার হিসেবে বরিস জনসনের পক্ষে তাদের সমর্থন দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৪৮জন এমপি। দলের ৫৯% এমপির সমর্থন পাওয়ায় আপাতত এই সংকট থেকে উদ্ধার পেলেও দলের ৪১% এমপির আস্থাহীনতা মাথায় রেখেই এখন তাঁকে আগামীর পরিকল্পনা সাজাতে হবে।

ভোটের আগে দলীয় এমপিদের এক সভায় বরিস বলেছিলেন, ‘আপনাদের জন্য আমি আবারও বিজয়ী হবো’। স্কটিশ কনজারভেটিভ পার্টির লিডার ডগলাস রোজও বরিস জনসনের বিপক্ষে ভোট দিয়েছেন।

ডাউনিং ষ্ট্রীটের লকডাউন নিয়ম ভঙ্গের অভিযোগটি প্রকাশ্যে আসার পরই মূলত নিজ দলীয় এমপিদের তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন বরিস। এই সমালোচনা শেষ পর্যন্ত অনাস্থা ভোটে এসে ঠেকলেও আপাতত তা থেকে রক্ষা পেয়েছেন বরিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.