Sylhet Today 24 PRINT

পাকিস্তানে গাধার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২২

গাধা যে মোটেই হেলাফেলার প্রাণী নয়, তা প্রমাণ করে দিয়েছে পাকিস্তান। সম্প্রতি দেশটিতে এক অর্থনৈতিক সমীক্ষা হয়েছে। এতে দেখা গেছে—পাকিস্তানে গাধার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। এমনকি পাকিস্তানের জিডিপিতে প্রকারান্তরে বড় অবদান রাখছে প্রাণীটি। খবর জিও নিউজের।

২০২১-২২ সালে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ, যা আগের বছর ছিল প্রায় ৫৬ লাখ। সংখ্যার হিসাবে সারা বিশ্বে গাধা পালনে পাকিস্তানের স্থান এখন তৃতীয়।

ভেড়া, মোষ, ছাগল পালনও এগিয়ে পাকিস্তান। কিন্তু, গাধা সবকিছুকেই ছাপিয়ে গেছে। গাধার জন্য প্রকারান্তরে জিডিপিও বেড়েছে পাকিস্তানের।

গাধা পালনকে অগ্রাধিকার দিয়েছে পাকিস্তান। তারা নিজেদের উৎপাদিত গাধা চীনে রপ্তানি করে। যার মাধ্যমে আয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। চীনে পাকিস্তানি গাধার এতই প্রভাব যে, পাকিস্তানে তৈরি দ্য ডঙ্কি কিং নামের অ্যানিমেটেড সিনেমাটি চীনেও রিলিজ হয়েছিল।

সব মিলিয়ে গবাদিপশু খাতে অনেক বেশি মনোযোগ দিতে শুরু করেছে পাকিস্তান। দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রেই গাধা পালন ও রপ্তানির প্রত্যক্ষ সুফল পেতে শুরু করেছে দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.