Sylhet Today 24 PRINT

ইউক্রেনে অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ জুন, ২০২২

ডনবাস অঞ্চল দখলে ভয়াবহ লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে অস্ত্রের মজুদ কমে যাওয়ার কথা জানিয়ে আরও অস্ত্র চেয়ে মিত্রদের কাছে আহ্বান জানিয়েছে ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনকে আরও একশ কোটি ডলারের অস্ত্র দেয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনালাপে একথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। তাকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছি যে ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের সামরিক প্যাকেজ দেবে যুক্তরাষ্ট্র। ডনবাস অঞ্চলে লড়াই চালানোর জন্য ওই প্যাকেজে থাকছে কামানের গোলা, অত্যাধুনিক রকেট সিস্টেম, কোস্টাল ডিফেন্স সিস্টেম।'

তিনি আরও বলেন, 'রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সবসময় পাশে থাকবে যুক্তরাষ্ট্র।'

বাইডেনের সঙ্গে আলোচনার পরই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন জেলেনস্কি। তিনি বলেন, 'আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে এক বিলিয়ন ডলারের বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ডনবাস অঞ্চলের লড়াই চালিয়ে যেতে এই সহযোগিতা খুবই জরুরি।'

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে তৈরি পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে তুমুল লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের। লুহানস্কে জেলেনস্কি বাহিনীর শেষ ঘাঁটি সেভেরদোনেৎস্ক শহর প্রায় দখল করে ফেলেছে রাশিয়া। দুই দেশই জানিয়েছে, ডনবাস অঞ্চলের দখলের ওপরই নির্ভর করছে যুদ্ধের হারজিত।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.