Sylhet Today 24 PRINT

১১২-তে পা দিলেন সাকারাই মোমোই!

ডেস্ক রিপোর্ট |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৫

সাকারাই মোমোই পা দিলেন ১১২তে কিন্তু তারপরেও তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ নন। সবচেয়ে বেশি বয়সী মানুষের বাস জাপানেই, যার নাম  মিসাও ওকাওয়া। তবে পুরুষদের মধ্যে সাকারাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুরষ। 

রেকর্ডগুলো ইতোমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।

গত বছরের জুনে আমেরিকার আলেকজান্ডার ইমিচ ১১১ বছর ১২৪ দিন বয়সে মারা যাওয়ার পর বিশ্বে এখন প্রবীনতম পুরুষ মোমোই। কৃষি-রসায়ন বিভাগের এই প্রাক্তন শিক্ষকের জন্ম ১৯০৩-এর ৫ ফেব্রুয়ারি। ফুকুসিমা শহরের বাসিন্দা মোমোইয়ের রয়েছে পাঁচ সন্তান। হাসপাতালে তিনি ১১২ তম জন্মদিনটি কাটালেন। জন্মদিনে তিনি খোশমেজাজেই ছিলেন বলে জানিয়েছেন মোমোই-এর এক সন্তান ৬৬ বছরের হিররো।

মোমোই বৃদ্ধ হওয়ার পরও প্রাণবন্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সব সময়ই কোনও কাজে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। চিনা কবিতা পড়তে ভীষণ ভালোবাসেন তিনি। পড়া ছাড়াও দেশ ঘুরে দেখাটাও তার একটা নেশা। স্ত্রী মারা যাওয়ার পর অবশ্য ওই অভ্যেস ছাড়তে হয়েছে তাকে।

এদিকে বিশ্বের সবচেয়ে প্রবীণ নারীর খেতাবও এক জাপানির দখলে। ওসাকা শহরের বাসিন্দা মিসাও ওকাওয়া নামের ওই নারীর বয়স ১১৬ বছর। আগামী মাসে তিনি ১১৭ বছর বয়সে পা রাখবেন।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.