Sylhet Today 24 PRINT

কারাগারে সু চি

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ জুন, ২০২২

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সংসদ নেতা অং সান সু চিকে গৃহবন্দিত্ব থেকে বের করে রাজধানী নেইপিডোর একটি সামরিক কারাগারে নেওয়া হয়েছে। জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (২২ জুন) সু চিকে কারাগারে নেওয়া হয়।

এর আগে, ৭৭ বছর বয়সী নোবেলজয়ী সু চিকে অজানা এক স্থানে গৃহবন্দি করে রেখেছিল জান্তা সরকার। সেখানে তার সঙ্গে কয়েকজন গৃহকর্মী থাকলেও এখন সামরিক কারাগারে একাই থাকতে হবে সু চিকে।

অং সান সু চি'র বিরুদ্ধে দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র, কোভিড বিধিমালা লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগে মামলা চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.