Sylhet Today 24 PRINT

ইউরোপে তাপদাহে গলে গেল ট্রেনের সিগন্যাল

সিলেটটুডে ডেস্ক: |  ২১ জুলাই, ২০২২

লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গোটা ইউরোপ জুড়েই তীব্র তাপপ্রবাহ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলিতে দাবানলের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। ৪০ ডিগ্রি সেলসিয়াস প্রায় ছুঁয়ে ফেলেছে পারদ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা পরিষ্কার হয়ে গিয়েছে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে। যে ছবিগুলিতে ট্রেনের সিগন্যাল গলে যেতে দেখা যাচ্ছে! স্বাভাবিক ভাবেই এর ফলে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ছবিগুলি। যাত্রীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয়েছে, ”আপনারা ইস্ট কোস্ট মেইন লাইনে ভ্রমণের আগে সময়গুলি একবার দেখে নেবেন। কেননা আমাদের প্রভূত বিঘ্নের মুখে পড়তে হচ্ছে।” কেবল সিগন্যালই নয়, রেললাইনেও আগুন ধরে যেতে দেখা গিয়েছে বলেও জানানো হচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, কেবল ব্রিটেনেই তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন ১৩ জন। রেললাইনের পাশাপাশি রাস্তার পিচ গলে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। প্রথম বারের জন্য ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা।

ভাইরাল হয়ে গিয়েছে রেললাইন ও রেলের সিগন্যাল গলে যাওয়ার ছবিগুলি। অনেকেই তা শেয়ার করার সময় লেখেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবধান না হলে, প্রকৃতির রোষ আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.