Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কায় গভীররাতে বিক্ষোভকারীদের উপর হানা সেনাদের

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০২২

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ক্যাম্পে হানা দিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পে সেনাবাহিনী অভিযানে নামে বলে জানিয়েছেন বিক্ষোভের দুই আয়োজক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শপথ নেয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে যে বিক্ষোভকারীদের দমনপীড়ন করছেন, তার আলামত হলো নিরাপত্তা বাহিনীকে নামানো।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র সেনারা ক্যাম্প উচ্ছেদের চেষ্টা করছেন। পাশেই ছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

শনিবার দিনের আলো ফুটতেই সুরক্ষা পোশাকে থাকা অনেক সেনা প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভস্থলে যান। তারা প্রধান সড়কের উভয় পাশে স্থাপন করা বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ করেন।

বিক্ষোভের জেরে পালিয়ে পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মিত্র ও উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে যে শিগগিরই ধরপাকড় চালাবেন, তা নিয়ে শঙ্কা ছিল বিক্ষোভকারীদের।

বিক্ষোভের আয়োজকরা বলছেন, বৃহস্পতিবার মধ্যরাতের পর ‘গোতা গো গামা’ নামের বিক্ষোভস্থল ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য। পরবর্তী সময়ে ক্যাম্পের একাংশ ভেঙে ফেলেন তারা।

আয়োজকরা জানান, নিরাপত্তা বাহিনীর হাতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ বিক্ষোভকারী। কিছু সাংবাদিকও আহত হয়েছেন, যাদের পেটানো হয়েছে।

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভের আয়োজক চামিরা দেদ্দুওয়াগে রয়টার্সকে বলেন, ‘এটা ছিল নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত হামলা।

‘তারা আসলে বর্বরোচিতভাবে লোকজনের ওপর হামলা চালিয়েছে। যা ঘটেছে, তা হলো ক্ষমতার সস্তা প্রদর্শন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.