Sylhet Today 24 PRINT

বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল গান্ধী আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২২

ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রাহুল গান্ধীকে যখন আটক করা হয়, তখন ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার মা সোনিয়া গান্ধীকে।

সকালে নিত্যপণের মূল্য বৃদ্ধি ও বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ নিয়ে রাজপথে নামেন রাহুল গান্ধী। পার্লামেন্ট ভবনের পাশে এই আন্দোলন চলাকালে এক পর্যায়ে তাকে ঘিরে দলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ তাকে আটক করে।

আটকের পর রাহুলকে একটি বাসে ওঠানো হয়। একই বাসে আগে থেকেই কংগ্রেসের আরও কয়েক পার্লামেন্ট সদস্যকে আটক করে রাখা হয়।

আটক হওয়ার আগে রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। নরেন্দ্র মোদি হলেন এর রাজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.