Sylhet Today 24 PRINT

মারা গেলেন ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ আগস্ট, ২০২২

ভারতের স্টক মার্কেটের বিশিষ্ট বিনিয়োগকারী ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রোববার (১৪ আগস্ট) মুম্বাইয়ের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শারীরিক অসুস্থতাজনিত কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাকেশকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। এর আগে গত মাসে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

রাকেশ ঝুনঝুনওয়ালা ৫ হাজার টাকা নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করেন। এর পর তিনি বিনিয়োগের মাধ্যমে একের পর এক ইতিহাস গড়েন। তিনি ভারতের স্টক মার্কেটের অঘোষিত রাজা হিসেবে পরিচিত। একাধিক শিল্প ও বাণিজ্যে তার বিনিয়োগ ছিল।

বিশিষ্ট এ বিনিয়োগকারী দালাল স্ট্রিটের বিগ বুল নামেও পরিচিত। ফোর্বসের মতে তার সম্পদের পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.